কুষ্টিয়ায় পাঁচ রেলক্রসিংয়ে সৃষ্ট যানজটে নাকাল শহরবাসী!
মোস্তাফিজুর রহমান মঞ্জু: কুষ্টিয়া শহরের মাঝখানে পাঁচটি রেলক্রসিংয়ের যানজটে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি করছে। কুষ্টিয়া-গোয়ালন্দ ও কুষ্টিয়া-পোড়াদহ রুটে আটবার ট্রেন অতিক্রমের সময় ওই পাঁচটি রেলক্রসিংয়ে প্রতিদিন গড়ে কমপক্ষে দুই ঘণ্টা যাত্রীরা আটকা পড়ে দারুণ ভোগান্তির শিকার…