নিউজ ডেস্ক: ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ৩০ কিলোমিটার নতুন রেলপথ ২৬ জানুয়ারি চালু করা হবে। বতর্মানে রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত ট্রেন চলাচল করে। এ রেলপথ চালু হলে রাজবাড়ী থেকে যাত্রীরা সরাসরি ভাঙ্গা উপজেলা পর্যন্ত যেতে পারবেন। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ রেলপথ উদ্বোধনের কথা রয়েছে। ফরিদপুর স্টেশনমাস্টার মাসুদ রানা রনি জানান, ২৬ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল ৬টা ও সন্ধ্যা ৭টা দুই দফায় এ ট্রেন চলাচল করবে। এর ফলে যাত্রীরা সহজেই রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এদিকে গতকাল সকালে রাজবাড়ী থেকে ফরিদপুর স্টেশন হয়ে ভাঙ্গা উপজেলা পর্যন্ত স্থাপন করা নতুন রেললাইন পরিদর্শন করে বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলাম জানান, ফরিদপুর এক্সপ্রেসের নাম পরিবর্তনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত নিজের পছন্দের। আমরা পাঁচটি নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছিলাম। এর মধ্যে তিনি ‘রাজবাড়ী এক্সপ্রেস’ নামটি পছন্দ করেছেন। সুত্র:বণিক বার্তা, জানুয়ারি ১৭, ২০২০