শিরোনাম

আন্তঃনগর

১০ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে রেলের নতুন টাইম টেবিল

নিউজ ডেস্ক: আগামী ১০ জানুয়ারি থেকে বাংলাদেশ রেলওয়ে নতুন ওয়ার্কিং টাইম টেবিল (৫২ নম্বর ডব্লিউটিটি) কার্যকর হচ্ছে। নতুন টাইম টেবিলে সারা দেশের ৬৬টি আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন আসছে। পাশাপাশি মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সময়সূচিতেও আসছে বড় পরিবর্তন। নতুন টেবিল কার্যকর হলে ট্রেনের গতিবেগ, রেক কম্পোজিশন, যাত্রাবিরতি, যাত্রা স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া, গন্তব্যে পৌঁছা ছাড়াও ট্রেন পরিচালনার বিভিন্ন নতুন নিয়ম সংযুক্ত হবে। গতকাল রেলওয়ে পূর্বাঞ্চল থেকে নতুন সময়সূচি কার্যকরের বিষয়টি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়ে দেয়া হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (অ্যাডিশনাল সিওপিএস) সুজিত কুমার বিশ্বাস এ-সংক্রান্ত একটি চিঠি দেন রেলের বিভিন্ন দপ্তরে। চিঠিতে ৫২ নং ডব্লিউটিটি কার্যকর করার আগে ট্রেনের টিকিট ইস্যুর ক্ষেত্রে যাত্রা সময় সমন্বয়ের নির্দেশনা দেয়া হয়। নতুন টাইম টেবিলে ঢাকা-চট্টগ্রাম রুটের জনপ্রিয় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সময় (চট্টগ্রাম-ঢাকা) সকাল ৭টার পরিবর্তে ৮টা করার প্রস্তাব দেয়া হয়েছিল। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে সুবর্ণ এক্সপ্রেসের যাত্রার সময় সকাল ৭টায় রাখা হচ্ছে। তবে দীর্ঘদিন পর বিরতিহীন ট্রেন সুবর্ণ (দুই জোড়া) ও সোনার বাংলার (দুই জোড়া) গন্তব্যে পৌঁছার সময় বা রানিং টাইম ২০ মিনিট বাড়ানো হচ্ছে। এক মাস আগে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা পরিবর্তনে ৬৭টি আন্তঃনগরসহ বিভিন্ন ট্রেনের যাত্রা সময় পরিবর্তন, রানিং সময় কম বা বৃদ্ধির খসড়া তৈরি করে রেলের পরিবহন বিভাগ। শেষ পর্যন্ত উভয় অঞ্চলের ৬৬টি আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে। পাশাপাশি পূর্বাঞ্চলের ৫৮টি মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনের মধ্যে ৩৩টির যাত্রা সময় পরিবর্তন করা হচ্ছে। পূর্বাঞ্চলের পাশাপাশি পশ্চিমাঞ্চলের মেইল-এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতেও ব্যাপক পরিবর্তন আসছে। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট সুজিত কুমার বিশ্বাস বণিক বার্তাকে বলেন, স্বাভাবিক নিয়মে ওয়ার্কিং টাইম টেবিলের বিভিন্ন নির্দেশনাসংবলিত পুস্তকটিই রেল পরিবহনের একটি পরিপত্র। আগামী ১০ জানুয়ারি ৫২তম টাইম টেবিল কার্যকর হবে রেলের উভয় অঞ্চলে। বিভিন্ন ট্রেনের যাত্রা সময় পরিবর্তন হওয়ায় অগ্রিম টিকিট বিক্রির প্রয়োজনে বাণিজ্য বিভাগসহ রেলের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। সুত্র:বণিক বার্তা, ডিসেম্বর ৩১, ২০১৯


ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ক্ষমা চাইলেন মন্ত্রী

নিউজ ডেস্ক: নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শুক্রবার সকাল ১০টায় কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে রেলওয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন। রেলমন্ত্রী…