নিউজ ডেস্ক:
ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে আজ (বুধবার) বিক্রি করা হচ্ছে আগামী ১৫ জুনের অগ্রিম টিকিট। এক্ষেত্রে রোজা ৩০টি হলে আগামী ১৬ জুন বিশেষ ব্যবস্থায় ট্রেন চালু থাকবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ।
বুধবার (৬ জুন) কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘আজ ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ১৫ জুনের টিকিট। তবে রোজা যদি ৩০টি হয় অর্থাৎ ১৭ জুন ঈদ হয়; তাহলে আগামী ১৬ জুন বিশেষ ব্যবস্থায় ট্রেন চালু থাকবে। ১৫ তারিখ এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কতটি ট্রেন চলবে তা এখনই বলা যাচ্ছে না।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে কয়েকটি বিশেষ ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে যেমন তিস্তার টিকিট নেই। এ বিপরীতে দেওয়ানগঞ্জের বিশেষ ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।’
সুত্র:বণিক বার্তা, জুন ০৬, ২০১৮