লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যাওয়ার ২১ বছর পর ফেনী-বিলোনিয়া রেল যোগাযোগ আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ১৯৯৭ সালে বন্ধ হয়ে যাওয়া রেললাইনটি পুনঃস্থাপনের জন্য এরই মধ্যে জরিপ (সমীক্ষা) কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে চূড়ান্ত করা হয়েছে বেদখল হয়ে যাওয়া রেলের সম্পত্তির তালিকাও। সংশ্লিষ্টরা বলছেন, বহুল প্রতীক্ষিত এ রেল যোগাযোগ চালু হলে ভাগ্য খুলবে পরশুরাম-ফুলগাজীবাসীর।
জানা গেছে, বিলোনিয়া হয়ে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন পণ্য পরিবহন সহজ করতে পরিত্যক্ত এ রেললাইন চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
রেলওয়ে সূত্র জানায়, ১৯২৯ সালে ফেনী-বিলোনিয়া রেলপথ চালু করা হয়। ২৭ কিলোমিটারের এ পথে বন্ধুয়া, দৌলতপুর, আনন্দপুর, পীরবক্স মুন্সির হাট, নতুন মুন্সির হাট, ফুলগাজী, পরশুরাম ও বিলোনিয়ায় আটটি স্টেশন স্থাপন করা হয়। সড়ক যোগাযোগ না থাকায় একসময় এ রেলপথ ছিল ফেনী, ফুলগাজী ও বিলোনিয়ার সাধারণ মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম। ১৯৭১ সালের পর রেল যোগাযোগের পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নতি হওয়ায় গুরুত্ব কমে এ রেলপথের। ব্যাপক লোকসানের কারণে ১৯৯৭ সালের ১৭ আগস্ট ফেনী-বিলোনিয়া রেলপথ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ ২১ বছর পরিত্যক্ত থাকায় এরই মধ্যে রেললাইনের অনেক স্থানে স্লিপার চুরি হয়ে গেছে। সেসঙ্গে রেললাইনের ওপর গড়ে উঠেছে দোকানপাট, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। দখল হয়ে গেছে রেল বিভাগের আটটি স্টেশন ঘর, সরঞ্জামাদিসহ বিভিন্ন সম্পত্তি। এসব ঘটনায় লাকসাম জিআরপি থানায় ৩০টির বেশি মামলা দায়ের করা হলেও কোনো লাভ হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী-বিলোনিয়া রেললাইনটি পুনঃস্থাপনের জন্য প্রাযুক্তিক অর্থনীতির সম্ভাব্যতা সমীক্ষার কাজ দেয়া হয়েছে হায়দরাবাদের আরভে অ্যাসোসিয়েটস আর্কিটেক্টস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস কোম্পানিকে। এ প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য চলতি মাসে বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) প্রধান প্রকৌশলী মো. আরিফুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে ফেনী জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে জরিপ কার্যক্রম শেষ করেছে আরভে অ্যাসোসিয়েটস আর্কিটেক্টস ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস। শিগগিরই জরিপের প্রতিবেদন বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগে পাঠানো হবে। কর্তৃপক্ষের অনুমোদনের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেনী-বিলোনিয়া রেললাইনটি পুনঃস্থাপনের কাজ শুরু হবে।
অন্য একটি সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়ায় রেললাইন স্থাপনে সমীক্ষার কাজ শেষ করেছে ভারত। আগরতলা স্টেশন থেকে বিলোনিয়া পর্যন্ত রেললাইন নির্মাণে ৪০ একর ভূমি অধিগ্রহণের কাজ এরই মধ্যে শেষ করেছে তারা।
বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) প্রধান প্রকৌশলী মো. আরিফুজ্জামান জানান, ফেনী-বিলোনিয়া রেললাইনটি পুনঃস্থাপনের জন্য কাজ শুরু হয়েছে। রেলের যাবতীয় সম্পত্তি শনাক্তকরণ, অবৈধ স্থাপনা চিহ্নিতকরণসহ প্রাথমিক কাজগুলো এরই মধ্যে শেষ হয়েছে। শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পূর্ণাঙ্গ কাজ শুরু হবে।
সুত্র:বণিক বার্তা,জানুয়ারি ২৮, ২০১৮