শিরোনাম

দুটি স্টেশন বাদ রেখেই ফের চালু হবে মেট্রোরেল


।। নিউজ ডেস্ক ।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ঘটে যাওয়া বিক্ষোভ-সংঘর্ষে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশবক্স ও ফুটওভারব্রিজে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ রেখে চালু হবে মেট্রোরেল চলাচল। শনিবার (১০ আগস্ট) ডিএমটিসিএলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চলাচলের কবে থেকে শুরু হবে তা নির্ধারণ করবেন অন্তর্বর্তীকালীন সরকার।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অগ্নিসংযোগের পর ওইদিন বিকাল থেকে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরদিন ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাংচুরের ঘটনা ঘটে। ২২ জুলাই মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কবে নাগাদ এটি আবার চালু করা যায় তা নির্ধারণে মেট্রোরেল লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেয় ডিএমটিসিএল। কমিটিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়।

সূত্র: বণিক বার্তা


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।