চারদিন বন্ধ থাকার পর সোমবার বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ভেঙে যাওয়া সেতুর মেরামত কাজ শেষ হওয়ায় বিকেল থেকে রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার সিলেট সেকশনের ইটাখোলা মনতলা এলাকায় পাহাড়ি ঢলে ৫৬ নম্বর সেতুর নিচের মাটি সরে অস্থায়ী সেতু ভেঙে পড়ে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওইদিন বিকেল ৪টা পর্যন্ত সেতুটি মেরামত করতে না পারায় সব ট্রেনের শিডিউল বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। গত চারদিন ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল হাই বলেন, সেতুটি মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। বিকেল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সুত্র: দৈনিক ইত্তেফাক,৩ এপ্রিল ২০১৭
Related posts:
পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ কাজের সমন্বয় নিয়ে শঙ্কা
চলন্ত ট্রেনেই অস্ত্রোপচার, সন্তান মারা গেলেও প্রাণে বাচলেন মা
শিগগির চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন
ট্রেনের টিকিট কালোবাজারিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে
টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
দামুড়হুদায় দর্শনা রেল গেট উন্মুক্ত দুর্ঘটনার আশঙ্কা
সাংবাদিকদের জন্য রেলমন্ত্রীর দরজা খোলা
চিলাহাটিকে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক রেল টার্মিনাল হিসেবে