চারদিন বন্ধ থাকার পর সোমবার বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ভেঙে যাওয়া সেতুর মেরামত কাজ শেষ হওয়ায় বিকেল থেকে রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার সিলেট সেকশনের ইটাখোলা মনতলা এলাকায় পাহাড়ি ঢলে ৫৬ নম্বর সেতুর নিচের মাটি সরে অস্থায়ী সেতু ভেঙে পড়ে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওইদিন বিকেল ৪টা পর্যন্ত সেতুটি মেরামত করতে না পারায় সব ট্রেনের শিডিউল বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। গত চারদিন ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল হাই বলেন, সেতুটি মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। বিকেল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সুত্র: দৈনিক ইত্তেফাক,৩ এপ্রিল ২০১৭
Related posts:
মাস্টারদের ওভারটাইম দিয়েই চলছে ৩৩ রেলস্টেশন
চাকরি হারাচ্ছেন রেলওয়ের ৫ হাজার কর্মী
আনন্দদায়ক শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে ট্রেন
বিনা টিকিটের যাত্রী প্রবেশ রোধে প্রস্তুত হচ্ছে কমলাপুর
পর্যটকদের জন্য ৫ দিনের বিশেষ ট্রেন চালু
তবুও খুশি উত্তরবঙ্গবাসী
বাড়তি চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে
সড়কের তুলনায় রেলের উন্নয়ন বেশি দৃশ্যমান