শিরোনাম

লোকাল ট্রেনে আখাউড়ায় রেলপথমন্ত্রী

লোকাল ট্রেনে আখাউড়ায় রেলপথমন্ত্রী

লোকাল ট্রেনে চড়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ভ্রমণ করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ওঠেন তিনি।

আখাউড়ায় পৌঁছান দুপুর ১২টা ৫০ মিনিটে। অবশ্য ট্রেনে মন্ত্রীর জন্য বিশেষ একটি বগি যুক্ত করা হয়।
এই ভ্রমণ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এর একটি কারণ রয়েছে। যাত্রীরা কিভাবে এসব ট্রেনে চলাচল করে, ট্রেনগুলোর সেবা কেমন, তা দেখতেই আমি এ ট্রেনে চড়েছি। তাতে আমার কাছে মনে হয়েছে, রেলে যাত্রীসেবার মান বেড়েছে। ’

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রোটারি ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী। সেখানে যেতেই মন্ত্রী আখাউড়ায় যান। গতকাল দুপুর দেড়টার দিকে মন্ত্রী আখাউড়া স্থলবন্দর অতিক্রম করেন। আজ শনিবার একই সীমান্ত দিয়ে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মন্ত্রীকে আখাউড়ায় স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

সুত্র:কালের কন্ঠ, ২৮ অক্টোবর, ২০১৭


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.