কুড়িগ্রাম থেকে :
“রেল ও নৌ যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন ছাড়া কোন দেশের উন্নয়ন সম্ভব না” -বললেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি , কুড়িগ্রামের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান ।আজ সন্ধ্যা ৭ টায় কুড়িগ্রাম রেল স্টেশনে জামিউল ইসলাম বিদ্যুৎতের সভাপতিত্বে শাটল ট্রেনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।এ সময় কেক ও ফুল দিয়ে শাটল ট্রেনের যাত্রীদের শুভেচ্ছা জানানো হয় ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি প্রভাষক আ.কাদের, সোহানুর রহমান, সুজা সরকার, পাঁচপীর রেল স্টেশন শাখার সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম(লিটন), সারথির সভপতি প্রণয় কৃষ্ণ রায় প্রমুখ ।
জেলা কমিটির আহ্বায়ক জামিউল ইসলাম বিদ্যুৎ বলেন, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারী ৪৫ টি আসন নিয়ে যাত্রা শুরু করে কুড়িগ্রামের শাটল ট্রেনে । নিরাপদ,আরাম দায়ক ও সময় সাশ্রয়ী হওয়ায় কুড়গ্রামবাসীর কাছে এখন অনেক জনপ্রিয় শাটল ট্রেন ।কিন্তু আসন সংখ্য সিমিতি হওয়ায় শত শত মানুষ রেল সেবা থেকে বঞ্ছিত হচ্ছে ।তাই শাটল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান তিনি ।