শতাধিক যাত্রী-সহ একটি লোকাল ট্রেন ভারতের পাটনা থেকে মোঘলসরাই যাচ্ছিল। সোমবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ আচমকাই ওই ট্রেনের চালক ট্রেন থামিয়ে চালকের কামরা উধাও হয়ে যান। প্রথমটায় যাত্রীরা ঘটনাটি বুঝে উঠতে পারেননি। ভেবেছিলেন, বোধহয় সিগন্যালিংয়ে কোনও সমস্যার জন্য মাঝপথে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে।
কিন্তু একসময় তারা দেখতে পান, সিগন্যাল গ্রিন হয়ে রয়েছে, তবু ট্রেন নড়ছে না। ঘটনার আঁচ পেয়ে ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। খবর যায় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তারাও বারবার মাইকে ঘোষণা করে চালককে অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেন।
কিন্তু কোথাও চালকের খোঁজ মেলে না। পরে জানা যায়, ট্রেনটির চালক এম কে সিং গরমের চোটে কাহিল হয়ে পড়েছিলেন। সেজন্যই গোসল করতে ছুটেছিলেন! শেষ পর্যন্ত বেলা ১টা ২০ মিনিটে ফেরেন ওই চালক, তারপর ফের চলতে শুরু করে ট্রেন।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা