শিরোনাম

নেত্রকোনায় পানির স্রোতে ভেঙেছে রেল সেতু, ট্রেন চলাচল বন্ধ


।। নিউজ ডেস্ক ।।
অতি বৃষ্টি ও বন্যায় নেত্রকোনায় ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল লাইনের অতীতপুর-মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ইসলামপুর নামক স্থানে পানির স্রোতে রেলওয়ে কালভার্ট ব্রিজ ভেঙে গেছে। শনিবার (১৮ জুন) সকালে থেকে এই এলাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টায় পানির প্রবল স্রোতে রেলওয়ে ব্রিজের দুই পাশে মাটি ধ্বসে গেলে ব্রিজ ভেঙে যায়। লাইনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ রেল যোগাযোগ বন্ধ রেখেছেন।

বারহাট্রা স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, হাওড় এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জে আটকা পড়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহনগঞ্জের সঙ্গে ময়মনসিংহসহ ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। ব্রিজের নিচে পানির প্রবল স্রোত থাকায় জরুরি ভিত্তিতে কাজ করা সম্ভব নয়

সূত্রঃ বাংলানিউজ২৪


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.