দামুড়হুদার দর্শনা রেল স্টেশনের অতি গুরুত্বপূর্ণ সিগনাল গেটের বার পোস্টটি ভেঙে যাওয়ার কারণে গেটটি এখন উন্মুক্ত হয়ে পড়েছে । ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। দর্শনা রেল পুলিশ জানান, গত মঙ্গলবার রাতে রেলগেট পার হওয়ার সময় ইজিবাইক ও বন্দর থেকে মালামাল ভর্তি করা ট্রাক পার হতে গেলে ট্রাকে বেধে গেটের লোহার সিগন্যাল বার পোস্ট ভেঙে যায়। তারপর থেকে ঐ অবস্থায় গেট দিয়ে উন্মুক্তভাবে মানুষ, বাস, ট্রাক, রিকশাভ্যান, সাইকেল মোটরসাইকেল ও ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন বেশ ঝুঁকি নিয়েই চলাচল করছে। এমনকি ভারত থেকে আমদানি করা মালামাল রেলওয়াগনে ভর্তি করে ঐ গেট দিয়ে আনা হচ্ছে। কিন্তু গত চারদিন অতিবাহিত হলেও গেট পোস্টটি মেরামত করা হয়নি।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন মাস্টার মীর লিয়াকত আলি সাংবাদিকদের জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে ট্রেন চলাচলের সময় সাবধানতা অবলম্বন করে কাজ পরিচালনা করা হচ্ছে।
সুত্র:ইত্তেফাক,২৯ ডিসেম্বর, ২০১৭