নিজস্ব প্রতিবেদকঃ
উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৩ই রমযান রোজ শুক্রবার।
গণকমিটি ঢাকা মহানগরের সভাপতি রফিকুল রঞ্জু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত স্বপন-এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণকমিটির প্রধান উপদেষ্টা জনাব সাইদুল আবেদীন ডলার, সহ-সমন্বয়ক আঃ ছোবাহান জুয়েল, ঢাকা মহানগর কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, জনাব মিজানুর রহমান তালুকদার, জনাব আলমগীর আজম, বিশিষ্ট ক্রীড়াবিদ রেহানা পারভীন, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রিপন, প্রচার সম্পাদক নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক রেফাজুল হক কানন, দপ্তর সম্পাদক সোয়াইবুর রহমান সোহাগ সহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা কুড়িগ্রামের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে একত্রে কাজ করতে হবে বলে গুরুত্বারোপ করেন।