শিরোনাম

ঈদে রেলের আগাম টিকিট কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র

ঈদে রেলের আগাম টিকিট কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র

নিউজ ডেস্ক: আসন্ন ঈদে রেলওয়ের আগাম টিকিট কিনতে যাত্রীর জাতীয় পরিচয়পত্র লাগবে। গতকাল রেলভবনে এক আলোচনা সভায় রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।
রেলমন্ত্রী বলেন, ‘আগামী ঈদের সময় সব ট্রেনের আগাম টিকিট নিতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে। বর্তমানে ১৬টি আন্তঃনগর ট্রেনে এনআইডি সিস্টেম চালু রয়েছে। ঈদের আগে পর্যায়ক্রমে সবগুলো ট্রেনে এ সিস্টেম চালু করা হবে। আগে অনেকেই রেলের টিকিট নিয়ে আমাদের কাছে অভিযোগ করেছেন। পরে আমরা সবার সঙ্গে কথা বলে সিস্টেমটি চালু করেছি। এখন পর্যন্ত আমরা নেগেটিভ কোনো অভিযোগ পাইনি।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা একটি অ্যাপ চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে সব সেবা পাওয়া যাবে। কোন ট্রেনে কত টিকিট রয়েছে, সেটাও জানা যাবে। অ্যাপটি আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। এতে খাবার সংগ্রহের বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কি না, তাও দেখা হোক।’
সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘রেলের সেবা হয়রানি ও দুর্নীতিমুক্ত করতে আমরা চাচ্ছি প্রযুক্তি ব্যবহার করতে। বর্তমানে তিনটি পদ্ধতির মাধ্যমে ট্রেনের টিকিট সরবরাহ করা হচ্ছে। পুরো সিস্টেমটি যাতে সেন্ট্রাল পদ্ধতিতে অনুসরণ করা হয়, সে চেষ্টা চলছে। এর ফলে টিকিট জাল (নকল) হবে না।’

সুত্র:শেয়ার বিজ, মার্চ ২৫, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.