এ.এস.জুয়েল:
বিনা টিকিটে যাতে কেউ ট্রেনে ভ্রমণ করতে না পারেন সেজন্য পাঞ্চিং মেশিন (পরিচয়পত্র শনাক্তকরণ) বসানো হবে প্রতিটি রেলস্টেশনে। স্টেশনে নেমে বের হয়ে যাওয়ার সময় যন্ত্রই বলে দেবে কে বিনা টিকিটে এসেছে। ইতোমধ্যে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ ও প্রবেশ এবং বহিরাগমন গেটগুলোতে টিকিট চেকিংয়ের জন্য পয়েন্ট অব সেল মেশিন ক্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের কমিটি কক্ষে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়টির কর্মকর্তারা ।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্য রেলপথমন্ত্রী মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও ইয়াসিন আলী, রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটিকে অবহিত করে মন্ত্রণালয় জানায়, ১০০টি স্টেশনের আধুনিকায়নসহ যাত্রীদের প্রবেশ ও বহিরাগতদের নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যাত্রীরা পাঞ্চিং মেশিনের মাধ্যমে স্টেশনে প্রবেশ ও বের হতে পারবেন।