।।নিউজ ডেস্ক।।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক ২০১৩ সালে রেলমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময়ও চিরকুমার ছিলেন।
পরে ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের জীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন।
সেই সময়ে মুজিবুল হকের বিয়ে ছিলো সামাজিত মাধ্যমের অন্যতম চর্চিত বিষয়। বিয়ের দুই বছর পরই ২০১৬ সালের মে মাসে ৬৯ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তাদের ঘর আলো করে আসে যমজ পুত্রসন্তান।
রোববার ছিলো মুজিবুল হক আর হনুফা আক্তার রিক্তা দম্পতির সপ্তম বিয়েবার্ষিকী। দিনটি উপলক্ষ্যে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক।
সেখানে তিনি লিখেছেন, ‘আজ আমাদের সপ্তম বিয়েবার্ষিকী। প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন’। এই স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।
১৯৪৭ সালের ৩১ মে চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে জন্ম নেন মুজিবুল হক। ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি চৌদ্দগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সূত্র:একাত্তর টিভি, ০১ নভেম্বর ২০২১