শিরোনাম

স্টেশন মাষ্টারদের বেতন বৈষম্য: হাইকোর্টের রায় বাস্তবায়নে স্মারক লিপি

স্টেশন মাষ্টারদের বেতন বৈষম্য: হাইকোর্টের রায় বাস্তবায়নে স্মারক লিপি

নিউজ ডেস্ক: স্টেশন মাস্টাররা জানান, গত ৪২ বছর ধরে তাদের রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করলেও তা আমলে না নেয়ায় উচ্চ আদালতে যেতে বাধ্য হই। বেতন বৈষম্য নিয়ে স্টেশন মাষ্টারদের পক্ষ্যে আদালত রায় দিলেও রেলকর্তৃপক্ষ তা কালক্ষেপন করছে।
রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে রেলভবনে বিক্ষোভ মিছিল শেষে স্মারক লিপি প্রদান করেন।

আদালত স্টেশন মাস্টার পদটিকে ১০ গ্রেড উন্নীত করতে যে রায় দিয়েছে তা পূরণের দাবি জানিয়েছে তারা। পাশাপাশি হলিডে, নাইট ডিউটি, স্বাস্থ্য ঝুকি ভাতা প্রদানের দাবি জানান স্টেশন মাস্টাররা।

সুত্র:চ্যানেল ২৪.কম


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.