শিরোনাম

সাত দফা দাবিতে ট্রেন অবরোধ

সাত দফা দাবিতে ট্রেন অবরোধ

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের বগি সংযোজন, রেলভবন স্থাপন, ছাউনি নির্মাণসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। এ সময় রহনপুরগামী একটি কমিউটার ট্রেন অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে স্থানীয়রা। বুধবার বিকেল সাড়ে ৪টায় নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে এ কর্মসূচি পালন করা হয়। নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে। আন্দোলনকারীরা নাচোল রেলস্টেশনে নতুন ভবন, প্ল্যাটফর্ম ও যাত্রীছাউনি নির্মাণ, কমিউটার ও লোকাল ট্রেনের প্রত্যাহারকৃত তিনটি বগি পুনঃ সংযোগ, মহানন্দা ট্রেনে যাত্রী দুর্ভোগ নিরসনে দুটি অতিরিক্ত বগি সংযোজন, স্থায়ীভাবে স্টেশনমাস্টার পদায়ন, রাজশাহী থেকে রহনপুর অভিমুখে রাত ৮টায় একটি নতুন ট্রেন চালুকরণ, নাচোল স্টেশনে যাত্রীদের ওঠা-নামার জন্য কমপক্ষে তিন মিনিট বিরতির ব্যবস্থা এবং টিকিট ও রেলসংক্রান্ত সব জটিলতা দূরীকরণের দাবি জানান। সন্ধ্যায় দাবি আদায়ের লক্ষ্যে নাচোল-রহনপুর রুটে কমিউটার ট্রেনটি ৩০ মিনিট আটকে রাখা হয়।

সুত্র:কালের কন্ঠ, ১ নভেম্বর, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.