শিরোনাম

রেল উন্নয়ন সংগ্রাম কমিটি যশোরের ১১ দফা দাবি

রেল উন্নয়ন সংগ্রাম কমিটি যশোরের ১১ দফা দাবি

খুলনা-কলকাতা রুটে যশোরে স্টপেজ, বেনাপোল-ঢাকা রুটে দুইটি ট্রেন চালুসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে যশোরে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রেল উন্নয়ন সংগ্রাম কমিটি যশোরের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত। এ সময় উপস্থিত ছিলেন যশোর রেল উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ইকবাল কবির জাহিদ, অ্যাডভোকেট এনামুল হক, ইলাহদাদ খান, হাসিনুর রহমান, জাকির হোসেন হবি প্রমুখ। দাবির মধ্যে আরও রয়েছে ভাড়া কমানো, যশোর-খুলনা শার্টল ট্রেন চালু, জরুরিভিত্তিতে খুলনা-দর্শনা ডাবল লাইনের কাজ শুরু, সারা দেশে ডাবল লাইন চালুসহ সব জেলাকে রেলের আওতায় আনা, কৃষিপণ্য ও কাঁচামাল পরিবহণে বিশেষ বগির ব্যবস্থা, রেলের সম্পদ পুনরুদ্ধার, দুর্নীতি বন্ধ করা, রেল কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি পূরণ, যশোর রেলওয়ে হাসপাতাল চালু, রেল স্টেশেনগুলো আধুনিকীকরণ, বসার স্থান-টয়লেট ও পরিষ্কার পানির ব্যবস্থা করা।

সুত্র:আলোকিত বাংলাদেশ, ডিসেম্বর ২০, ২০১৭


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.