শিরোনাম

বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে স্মারকলিপি

বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে স্মারকলিপি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রাবিরতি দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর কাছে তারা এ স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় এলাকাবাসীর পক্ষে রাজবাড়ী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ফখরুজ্জামান মুকুট, সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এসএম হেলাল খন্দকার, নুরুল ইসলাম নুরু, মিনাল কান্তি শিকদার, লিটন আক্তার পলাশ, এসএম কুদ্দস উপস্থিত প্রমুখ ছিলেন।

অধ্যাপক ফখরুজ্জামান মুকুট জানান, দীর্ঘদিন পর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল আবার শুরু হয়েছে। ট্রেনটি এখন রাজশাহী-গোপালগঞ্জ রুটে চলাচল করলেও বালিয়াকান্দির কোনো স্টেশনে যাত্রাবিরতি দেয়া হয় না। এতে উপজেলাবাসী হতাশ। তাই বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি।

রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, এলাকাবাসীর দেয়া স্মারকলিপিটি আমি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। সেসঙ্গে রেল মন্ত্রণালয়কেও এলাকাবাসীর দাবির বিষয়টি জানাব।

প্রসঙ্গত, ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। পরদিন থেকে ট্রেনটি রাজশাহী-ঈশ্বরদী-গোপালগঞ্জ রেলরুটে চলাচল শুরু করে।

সুত্র:বণিক বার্তা, নভেম্বর ১২, ২০১৮


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.