শিরোনাম

ফের ট্রেন আটকে রেলস্টেশনের দাবি

ফের ট্রেন আটকে রেলস্টেশনের দাবি

নিউজ ডেস্ক:মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টিলাগাঁও রেলস্টেশন চালুর দাবিতে ফের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত নগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ২০ মিনিট আটকে রাখা হয়।

ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলাগাঁওয়ের ব্যানারে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রেলস্টেশনটি চালুর দাবি জানান। অন্যথায় লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা। তাঁদের দাবিগুলো হলো স্টেশনটি পুনরায় চালুকরণ, স্টেশনে নিয়মিত মাস্টার ও অন্যান্য কর্মচারী নিয়োগ, ঢাকা-চট্টগ্রামগামী যেকোনো দুটি আন্ত নগর ট্রেনের স্টপেজ ও স্টেশন প্ল্যাটফর্ম ও অন্যান্য অবকাঠামো সংস্কার করা।

সুত্র:কালের কন্ঠ, ২৯ ডিসেম্বর, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.