নিউজ ডেস্ক: ফরিদপুর-ভাঙ্গা রুটে দ্রুত রেলপথ চালু ও ফরিদপুর-রাজবাড়ী রুটে ২৪ ঘণ্টায় তিনটি ট্রেনের দাবিতে রোড মার্চ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা। গতকাল শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলা থেকে ফরিদপুর অভিমুখে রোড মার্চের উদ্বোধন করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন। এ সময় বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, কানাই গাঙ্গুলী, সুধীন সরকার, বেলায়েত হোসেন, আব্দুল মান্নান ফকির, অরুণ কুমার শীল প্রমুখ।
বক্তারা বলেন, ফরিদপুর-ভাঙ্গা রুটে ট্রেন চালু হলে কর্মজীবী মানুষ সহজে ও নিরাপদে যাতায়াত করতে পারবে। পদ্মা সেতু নির্মাণ শেষ হওয়ার আগেই এ রুটে ট্রেন চালুর দাবি জানান তাঁরা। এ ছাড়া ফরিদপুর-রাজবাড়ী রুটে ২৪ ঘণ্টায় তিনটি ট্রেনের দাবি জানিয়ে বলেন, এ রুটে ট্রেন জনপ্রিয় হয়ে উঠছে। মানুষের নিরাপদ ভ্রমণ ও মালামাল আনা-নেওয়ার জন্য এ রুটে তিনটি ট্রেন চালু করা প্রয়োজন। অথচ এখানে আছে মাত্র একটি ট্রেন। ভাঙ্গা থেকে শুরু হওয়া রোড মার্চটি পথে পথে সভা করে বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে গিয়ে শেষ হয় ।
সুত্র:কালের কন্ঠ, ২৮ জুলাই, ২০১৮