শিরোনাম

দুইটি রেল লাইন বসানোর দাবিতে গাজীপুরে মানববন্ধন

দুইটি রেল লাইন বসানোর দাবিতে গাজীপুরে মানববন্ধন

নিউজ ডেস্ক : রেল মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্ত এবং প্রথম টেন্ডার অনুযায়ী মূল রেল লাইনের দুই পাশে দুইটি রেল লাইন বসানোর সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন ও সর্বস্তরের মানুষের চলাচলের পথ অক্ষুণ্ন রেখে, রেল লাইন উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে টঙ্গীর বৌ-বাজার ও জামাই-বাজার এলাকায় রেল লাইনের পূর্ব পাশের বসবাসরত কয়েক হাজার মানুষ প্রায় ২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা এক প্রতিবাদ সভায় যোগ দেন। সভায় বক্তা সালাহউদ্দিন গাজী জানান, রেল লাইনের উন্নয়ন হোক এটা আমরাও চাই; কিন্তু এক শ্রেণির অসাধু ব্যক্তি মূল রেল লাইনের দুই পাশে দুইটি রেল লাইন স্থাপন না করে কেবল পূর্ব পাশে রেল লাইন স্থাপন করে হাজার হাজার মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.