নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার ঝিনাইদহে রেল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে রেল লাইন বাস্তবায়ন কমিটি।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে রেল লাইন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন নিসচা জেলা শাখার সভাপতি অ্যাড. মনোয়ারুল হক লাল, রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক খোন্দকার হাফিজ ফারুক, ছাত্রলীগ নেতা অমিয় মজুমদার অপু, আব্দুল্লাহ হুমায়ন হিমু, গোলক জোয়ার্দ্দার, এস এম রবি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ব্রিটিশ আমলে ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত রেল লাইন ছিল। পরে তা উঠে যায়। ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটছে না। বক্তারা যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবি জানান।
সুত্র:ইত্তেফাক, ২০ এপ্রিল, ২০১৮ ইং
Related posts:
রেলমন্ত্রীর গাড়ি থামিয়ে দাবি জানালেন আন্দোলনরত শ্রমিকরা
শ্রীপুরের যমুনা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ফের আন্দোলনে নামবেন রনি
বিএনপি-জামায়াত তিন হাজার কিলোমিটার রেলপথকে ২৫ কিলোমিটারে নামিয়েছিল: রেলমন্ত্রী
চট্টগ্রাম-চাঁদপুর ট্রেন সার্ভিস
প্রধানমন্ত্রীর ঘোষণার ছয় বছর পরও রেলপথ হয়নি
রেল উন্নয়ন সংগ্রাম কমিটি যশোরের ১১ দফা দাবি
সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গাজীপুরে অবস্থান ধর্মঘট