শিরোনাম

কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেললাইনের দাবি

কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেললাইনের দাবি

জরীফ উদ্দীন:
কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণসহ ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
গতকাল দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

কুড়িগ্রাম জেলা রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি প্রভাষক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

বক্তারা বলেন, এ রুটে নব্বই দশকে রেললাইন ছিলো। বিদেশিদের পরামর্শে তা তুলে দেওয়া হয়।কুড়িগ্রামকে যদি উন্নত জেলা করতে হয়। তাহলে নাগেশ্বরী হয়ে সোনাহাট পর্যন্ত রেল যোগাযোগের আওতায় আনতেই হবে ।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.