এ,এস.জুয়েল:
ঢাকা-কুড়িগ্রাম আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে আজ সকাল ১১ টায় কুড়িগ্রাম রেল স্টেশনে মানববন্ধন করেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, গণকমিটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু,কালের কন্ঠের জেলা প্রতিনিধি আ:খালেক ফারুক,গণকমিটির কুড়িগ্রাম জেলা সভাপতি তাজুল ইসলাম,সহ-সভাপতি প্রভাষক আ:কাদের,জামিউল ইসলাম বিদ্যুৎ,সুজা সরকার,কুড়িগ্রাম সরকারী কলেজ শাখার সাধারন সম্পাদক মেহেদি হাসান মুন্না,উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর প্রমুখ ।
বক্তারা, ঢাকা-কুড়িগ্রাম আন্ত:নগর ট্রেন চালু,দ্বিতীয় তিস্তা সেতুতে রেল পথ সংযোগ ও চলমান শাটল ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধির দাবী জানান ।
মানববন্ধন শেষে লালমনির হাট অঞ্চলের ডিআরএম বরাবর স্মারকলিপি প্রদান করে গণকমিটির নেতা ও কর্মীরা ।