কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী নতুন আরো একটি আন্তঃনগর ট্রেন চালু, এগারসিন্দুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেসে অতিরিক্ত কোচ সংযোজনসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ রেলস্টেশনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় নাগরিক ফোরামের এনায়েত করিম অমি। এ সময়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন রুবেল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, শামসুল ইসলাম মাসুদ, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ। সমাবেশ চলাকালীন সময়ে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনকে কিশোরগঞ্জ রেলস্টেশনে কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখা হয়।
সুত্র:দৈনিক ইত্তেফাক, ২৩ এপ্রিল, ২০১৭ ইং