শিরোনাম

আসন বাড়ানো বন্ধ ট্রেন চালুর দাবিতে কর্মসূচি

আসন বাড়ানো বন্ধ ট্রেন চালুর দাবিতে কর্মসূচি

নিউজ ডেস্ক:রামসাগর এক্সপ্রেসসহ সকল বন্ধ ট্রেন চালু এবং লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনে গাইবান্ধায় আসন সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদ। জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা রানী সরকারের সভাপতিত্বে এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ।

আরও বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি তপন দেবনাথ, বর্তমান সভাপতি পংকজ সরকার ও সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার এবং মৃদুল রহমান প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, ব্যাপক জনপ্রিয় হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই স্টেশনে লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনে যে পরিমাণ যাত্রী হয় সেই পরিমাণ আসন বরাদ্দ দেওয়া হয়নি। তাই অবিলম্বে সকল বন্ধ ট্রেন চালু এবং এ দুটি ট্রেনে আরও আসন বরাদ্দ দেওয়ার দাবি জানান বক্তারা।

সুত্র:দেশ রুপান্তর, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.