শিরোনাম

আসন্ন নতুন কোচ দিয়ে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

আসন্ন নতুন কোচ দিয়ে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

অনিকেত মাসুম:
আজ সকাল ১১ টায় ঢাকা-চিলমারী আন্ত:নগর ট্রেনের দাবিতে কুড়িগ্রাম জেলার উলিপুরে মানববন্ধন করে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, উলিপুর উপজেলা শাখা ।উক্ত মানববন্ধনে আপন আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সুজন উপজেলাশাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার,জেলা আহবায়ক গণ-কমিটির সদস্য মাসুম করিম, গণকমিটির উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর আমিন প্রমুখ।

বক্তারা বলেন, সাশ্রয়ী, পরিবেশবান্ধব, নিরাপদ ও দীর্ঘস্থায়ী মাধ্যম হিসেবে রেল বিশ্বব্যাপী একটি জনপ্রিয় বাহন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে চলতি মাসে রেলওয়ের বহরে নতুন কোচ সংযুক্ত হতে যাচ্ছে। কাজেই ঢাকা-চিলমারী আন্ত:নগর ট্রেন চালু করা হলে কুড়িগ্রামবাসীর যাতায়াত ব্যবস্থা যেমন নিরাপদ হবে, ঠিক তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবে গোটা দেশ। তাই অবিলম্বে চিলমারী থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করার দাবী জানান।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.