শিরোনাম

পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুতে রেলপথ বাস্তবায়ন কমিটির সভা

পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুতে রেলপথ বাস্তবায়ন কমিটির সভা

নিউজ ডেস্ক: পাটুরিয়া বরাবর প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুতে রেললাইন বাস্তবায়ন আন্দোলন কমিটি গতকাল স্থানীয় একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভার আয়োজন করে। মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম সারোয়ার ছানু সভাপতিত্ব করেন। কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট দীপক ঘোষ, অধ্যাপক ডিএম নাসিম, বিমল রায়, মজিবর মাস্টার, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, সাংবাদিক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, বাবুল আকতার মঞ্জুর, মতিউর রহমান, শাহজাহান বিশ্বাস, শহিদুল ইসলাম, খোরশেদ আলম, আকমল হোসেন খান, সুমন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রস্তাবিত সেতুতে রেলপথ যুক্ত করার প্রাথমিক সিদ্ধান্তে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, কর্মকর্তা, দেশি-বিদেশি পরামর্শকদের এ সভা থেকে অভিনন্দন জানানো হচ্ছে।

সূত্র:ইত্তেফাক, ১০ জানুয়ারি, ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.