।। রেল নিউজ ।।
আবারো রাজধানীর জুরাইনে রেললাইনে একটি পিকআপ (ঢাকা মেট্রো ড ১১-৯৩৩৬) আটকা পড়ে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সেটি। ট্রাফিক পুলিশের সদস্যরা ঠেলে পিকআপটিকে রেল লাইন পার করেন। এর পরপরই ওই লাইনে ট্রেন চলে আসে।
গতকাল (সোমবার, ১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রেলপথের দুটি লাইনের মাঝে গর্তে চাকা আটকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রেল লাইনের মাঝে গর্তে পেছনের চাকা আটকে যায় পিকআপটির। এ সময় অনেক চেষ্টা করেও চালক গাড়ি
সরাতে পারেননি। এ ঘটনা দেখতে পেয়ে তাৎক্ষণিক দায়িত্বরত ওয়ারী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌমিকের নেতৃত্বে ট্রাফিক পুলিশ পিকআপের সামনে রেকার লাগিয়ে ও পেছন থেকে ধাক্কা দিয়ে পিকআপটিকে উদ্ধার করে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পিকআপ ও চালক।
এ সময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট রিয়াজ উদ্দিন মোল্লা, আব্দুল্লাহ, কনস্টেবল মো: আসলাম, মো: নাসিম ও মো: নাজিমসহ স্থানীয়রা পিকআপটি ধাক্কা দিয়ে রেল লাইন পার করে।

টিআই বিপ্লব ভৌমিক সংবাদ মাধ্যমকে বলেন, ইতোপূর্বে জুরাইন লেভেলক্রসিংয়ে যাত্রীবাহী বাস আটকা পড়ার পর আবারো একটি পিকআপ আটকা পড়ে। গতবারের মতো এবারো ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনগণ পিকআপটি ঠেলে উদ্ধার করে। তবে এবার রেলওয়ের কন্ট্রোলরুমে ফোন করে ট্রেন চলাচল বন্ধ করে পিকআপের সামনে রেকার লাগানো হয়। ১৫ মিনিট চেষ্টার পর পিকআপটি লেভেল ক্রসিং পার হলে পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিপ্লব ভৌমিক আরো জানান, এ বিষয়টি ডেল্টা থ্রি-তে একটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।