আতিকুর রহমান:
প্রতি বছর জুন মাসের ৬ তারিখ আন্তর্জাতিকভাবে লেভেল ক্রসিং সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “The most important STOP of the day!”। রেলকর্তৃপক্ষ প্রতি বছর রেল নিরাপত্তা দিবস, সেবা সপ্তাহসহ নানা দিবস পালন করেন। লেভেল ক্রসিং দূর্ঘটনা হ্রাসে বাংলাদেশ রেলওয়ে দিবসটি পালনের উদ্যোগ করতে পারেন। লেভেল ক্রসিং দূর্ঘটনার কারণে ২০১৭ সালে মৃত্যু হয়েছে ৮১২ জনের। ২০১৬ সালে রেল দুর্ঘটনা ও রেললাইনে কাটা পড়ে মারা যান ৩০৫ জন। ২০১৫ সালে মারা গেছেন ২৯২ জন ।
যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন আন্তর্জাতিকভাবে লেভেল ক্রসিং সচেতনতা দিবস সম্পর্কে জানেন না বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ ।
৬ তারিখ আন্তর্জাতিকভাবে লেভেল ক্রসিং সচেতনতা দিবসটি পালনের উদ্যোগ করতে পারেন ।
লেভেল ক্রসিং সচেতনতা দিবস সম্পর্কে জানেন না রেলওয়ে !

মতামত/ রেলে শিডিউল বিপর্যয়
মাননীয় রেলমন্ত্রীর কন্যার শুভ জন্মদিন
রেলের প্রতি জনগণের আস্থা বিনষ্ট করা যাবে না
বুলেট ট্রেনের স্বপ্ন ও বাস্তবতা
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা দরকার
সান্তাহার স্টেশন রোডে ফোনের খুঁটি
যাত্রীদের কাছে জবাবদিহি নেই রেলের, কথা শুনবে কে?
কুড়িগ্রাম এক্সপ্রেস: এ কেমন প্রতারণা