শিরোনাম

শুভ জন্মদিন কবি শামসুর রাহমান

শুভ জন্মদিন কবি শামসুর রাহমান

ট্রেন শুধু যাত্রী পরিবহনই নয়, মিশে আছে আমাদের সংস্কৃতি এবং সাহিত্যে। বাস, ট্রাক নিয়ে কয়টা কবিতা আছে আমার জানা নেই। আমাদের কবি সাহিত্যিকরা সর্বজনের বাহনটিকে প্রাধান্য দিয়েছেন তাদের লেখনীতে। তারমধ্যে কবি শামসুর রাহমান অন্যতম।

ট্রেন
শামসুর রাহমান
ঝক ঝক ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই ?
একটু জিরোয়, ফের ছুটে যায়
মাঠ পেরুলেই বন।
পুলের ওপর বাজনা বাজে
ঝন ঝনাঝন ঝন।
দেশ-বিদেশে বেড়ায় ঘুরে
নেইকো ঘোরার শেষ।
ইচ্ছে হলেই বাজায় বাঁশি,
দিন কেটে যায় বেশ।
থামবে হঠাৎ মজার গাড়ি
একটু কেশে খক।
আমায় নিয়ে ছুটবে আবার
ঝক ঝকাঝক ঝক।

লেখক:আতিকুর রহমান,রেল গবেষক


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.