শিরোনাম

মাননীয় রেলমন্ত্রীর কন্যার শুভ জন্মদিন

মাননীয় রেলমন্ত্রীর কন্যার শুভ জন্মদিন

গতকাল  মাননীয় রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি এবং মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট হনুফা আক্তার রিক্তার একমাত্র কন্যা জান্নাতুল মাওয়া রিমুর আজ শুভ জন্মদিন। জন্মদিনে রিমুকে অনেক অনেক শুভেচ্ছা। তোমার এই জীবন যেন আরোও দ্যুতিময় হয়ে উঠে। জগতের যা কিছু ভালো, সব ভালোটাই যেন তোমার দিকে ধাবমান হয়। অনেক বড় হও তুমি। পরিপূর্ণ জীবনের স্বাদ আস্বাদন করে জীবনের শেষ দিনটাতে দাঁড়িয়ে যেন বলতে পারো “স্বার্থক জীবন আমার”। শুভ জন্মদিন।

লেখক:আতিকুর রহমান,রেল গবেষক ।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.