শিরোনাম

বিশেষ ট্রেনের ব্যবস্থা করুন

বিশেষ ট্রেনের ব্যবস্থা করুন

বাংলাদেশের ওলিকূলের শিরোমণি হযরত শাহ্ জালাল (রহ)-এর ৬৯৯তম পবিত্র ওরস মোবারক আগামী ২ ও ৩ আগস্ট সিলেটে হযরতের দরগাহ্ শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই ওরসকে কেন্দ্র করে ভক্ত ও আশেকানরা সিলেটে আসেন বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া থেকে। এমনকী প্রতি বছর ভারতের আজমির শরিফের হযরত খাজা মঈন উদ্দীন চিশতি (রহ)-এর দরবার থেকেও গিলাফ নিয়ে আসেন প্রতিনিধিগণ। কুমিল্লা-সিলেট রাস্তা খারাপ হওয়ার কারণে বেশিরভাগ ভক্ত-আশেকান ট্রেনে যাতায়াত করেন। যেহেতুে বৃহস্পতি ও শুক্রবার ওরস, তাই শনিবার সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস বন্ধ থাকায় ভক্ত ও আশেকানদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হবে। তাই আগামী ৪ আগস্ট শনিবার সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।

মোহাম্মদ গোলাম যোবায়ের

আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটি, কুমিল্লা


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.