বাংলাদেশের ওলিকূলের শিরোমণি হযরত শাহ্ জালাল (রহ)-এর ৬৯৯তম পবিত্র ওরস মোবারক আগামী ২ ও ৩ আগস্ট সিলেটে হযরতের দরগাহ্ শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই ওরসকে কেন্দ্র করে ভক্ত ও আশেকানরা সিলেটে আসেন বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া থেকে। এমনকী প্রতি বছর ভারতের আজমির শরিফের হযরত খাজা মঈন উদ্দীন চিশতি (রহ)-এর দরবার থেকেও গিলাফ নিয়ে আসেন প্রতিনিধিগণ। কুমিল্লা-সিলেট রাস্তা খারাপ হওয়ার কারণে বেশিরভাগ ভক্ত-আশেকান ট্রেনে যাতায়াত করেন। যেহেতুে বৃহস্পতি ও শুক্রবার ওরস, তাই শনিবার সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস বন্ধ থাকায় ভক্ত ও আশেকানদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হবে। তাই আগামী ৪ আগস্ট শনিবার সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।
মোহাম্মদ গোলাম যোবায়ের
আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটি, কুমিল্লা