শিরোনাম

কমিউটার ডেমু ট্রেনের সময়সূচি

কমিউটার ডেমু ট্রেনের সময়সূচি

পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং বৃহত্তর দিনাজপুর জেলার সঙ্গে খুলনা বিভাগের সরাসরি রেল যোগাযোগব্যবস্থা নেই। পঞ্চগড় থেকে খুলনা দীর্ঘ ৪৯১ কিলোমিটার পথ। বিমান রুট নেই। সড়কপথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল। তাই ভেঙে ভেঙে যাতায়াত করতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক। সড়কপথে দিনে একটি বিআরটিসি বাস আছে কিন্তু দুর্দশাগ্রস্ত রাস্তার কারণে এই বাস ভ্রমণ অনিরাপদ। তাছাড়া রুট অনেক পেচানো এবং অতিরিক্ত সময় সাপেক্ষ (১৪ ঘণ্টা)। এ অবস্থায় রেল বিভাগের একটি ছোট্ট উদ্যোগ খুব সহজেই নাটোর, রাজশাহী, যশোর ও খুলনার মতো গুরুত্বপূর্ণ জেলার সঙ্গে উন্নত যোগাযোগের সমাধান দিতে পারে।

অভ্যন্তরীণ রুটে সাশ্রয়ী ভ্রমণে ট্রেনের বিকল্প নেই। বর্তমান শিডিউলে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস পার্বতীপুরে পৌঁছে প্রায় ৩টা ৩০ মিনিটে। এর ঠিক বিশ মিনিট আগে পার্বতীপুর স্টেশন থেকে পঞ্চগড়গামী কমিউটার ডেমু যাত্রা শুরু করে।  কমিউটারটির যাত্রা সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হলে ঐ তিনটি জেলার মানুষ আন্তঃনগর রূপসা এক্সপ্রেস থেকে নেমে কানেক্টিং হিসেবে কমিউটার ব্যবহার করে সাশ্রয়ে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে। কমিউটারটি একই দিনে পঞ্চগড় থেকে ৬টায় ছেড়ে আসে। এর ঠিক এক ঘণ্টা পর আন্তঃনগর একতা এক্সপ্রেসের একটি ব্রডগেজ শাটল পঞ্চগড় থেকে পার্বতীপুর যাত্রা করে। সন্ধ্যাকালীন অফ সময়ে এক ঘণ্টা পরপর একই রুটে দুটি ট্রেন নিষপ্রয়োজন। অথচ কমিউটার ডেমু পঞ্চগড়ে রাত হোল্ড করে পরের দিন ৬টায় ছেড়ে এলে ঢাকাগামী যাত্রীরা দিনাজপুর থেকে ৯টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়া দিনের একমাত্র আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ধরতে পারবেন; অন্যদিকে খুলনাগামী যাত্রীরা পার্বতীপুরে পেয়ে যাবেন আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস।  এই রুটে সকালে কোনো ট্রেন নেই। ফলে এই সমস্যারও সমাধান হবে। তাছাড়া রাতে একতা কানেক্টিং থাকলেও সকালের দ্রুতযান কানেক্টিং নেই এই রুটে। এরও সমাধান হয়ে যাবে।

মহিউদ্দিন জনি

পীরগঞ্জ, ঠাকুরগাঁও

সুত্র:ইত্তেফাক, ১৯ জুলাই, ২০১৮,


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.