বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে লালমনিরহাটে গত এক সপ্তাহে ৩১০ যাত্রীর কাছ থেকে প্রায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানান, গত ২ ডিসেম্বর লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে অঞ্চলের বিভিন্ন স্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে ১০৭ যাত্রীকে চার হাজার পাঁচ টাকা, পরদিন ১৩৬ যাত্রীর কাছ থেকে পাঁচ হাজার ৭৪০ টাকা এবং গত বুধবার ৬৭ যাত্রীর কাছ থেকে তিন হাজার ৭০০ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এটিএস সাজ্জাদ হোসেন জানান, বিভিন্ন স্টেশনে কমিউটার ৬৩, ৬৫, ৭১ নং, করতোয়া আন্তনগর ও পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ থেকে জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুত্র:শেয়ার বিজ