শিরোনাম

ফরিদপুরে বিনা টিকিটে ৭ দিন ধরে রেলভ্রমণ করছেন যাত্রীরা

ফরিদপুরে বিনা টিকিটে ৭ দিন ধরে রেলভ্রমণ করছেন যাত্রীরা

ফরিদপুরের কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের মধুখালী রেলস্টেশনে লোকাল ট্রেনের এক সপ্তাহ ধরে যাত্রী টিকিট নেই।
মধুখালী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, সাতদিন ধরে এই স্টেশনে লোকাল ট্রেনের কোনও টিকিট নেই। যাত্রীদের উত্তর-দক্ষিণের কোনও স্টেশনেরই টিকিট দিতে পারছি না। দুই মাস আগে টিকিটের চাহিদা পাঠালেও কর্তৃপক্ষ টিকিট পাঠাচ্ছে না। যাত্রীরা টিকিট চাইলে দিতে পারছি না।

এতে প্রতিদিন রেলওয়ে হাজার হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছে। রাজস্ব হারাচ্ছে সরকার। এদিকে টিকিট চেক করার মতো লোকবল না থাকার কারণেও যে যার মতো ফাঁকি দিয়ে ট্রেনে ভ্রমণ করছেন।

প্রতিদিন বিকেলে মধুখালী রেলস্টেশনে প্রায় তিন থেকে চারশ’ যাত্রীর অবস্থান দেখা যায়। ঈদযাত্রীরও চাপ রয়েছে বেশ। এভাবে প্রতিদিন বিনা টিকিটে যাত্রী চলাচল করলে সরকার কয়েক লাখ টাকা ক্ষতির সম্মুখীন হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে নজর দেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। তা না হলে রেলকে লোকসান গুনতেই হবে।

সুত্র:জনকন্ঠ, ৮ জুন ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.