শিরোনাম

ট্রেনের ছাদে এই গোলাকার অংশটি কেন থাকে? জানুন!


।। রেল নিউজ ।।
বিশ্বের অনেক দেশের যোগাযোগ ব্যবস্থার ‘লাইফলাইন’ হল রেলওয়ে সেবা। কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য সবথেকে ভালো মাধ্যম হলো রেলব্যবস্থা। বাংলাদেশের উন্নত যোগাযোগ ব্যবস্থায় রেলের ভূমিকা ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ শাসক লর্ড ডালহৌসির সময় দেশে রেলব্যবস্থা শুরু হয়েছিল।

দেশের রেল যোগাযোগ অনেক পুরোনো হলেও রেল সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যেগুলি খুব কম মানুষই জানেন। আজ আমরা সেরকমই কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। আসলে ট্রেনের বিভিন্ন অংশ আমাদের নজরে আসে যেগুলির অর্থ আমাদের অনেকের জানা নেই। যেমন ট্রেনের বগির ছাদে থাকা গোলাকার অংশ! এই অংশটি এমনভাবে লাগানো থাকে দেখে মনে হবে সেগুলি কখনো খোলা সম্ভব না। প্রায় প্রত্যেক ট্রেনেই এগুলি লক্ষ্য করা যায়।

জানেন কি এই অংশগুলোর বিশেষ কাজও রয়েছে? এই অংশ বা ঢাকনা লাগানোর মূল উদ্দেশ্য হলো বাতাস চলাচলের সুবিধা করা। ট্রেনে যখন প্রচুর ভীড় হয়ে যায় তখন ভেতরে বায়ু চলাচলে ব্যাপক সমস্যা হয়। এই ঢাকনাগুলিকে কাজে লাগিয়ে বায়ু চলাচল স্বাভাবিক করা হয়। এর ফলে ভীড়েও ট্রেনের ভিতরে ঠান্ডা নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হয় না।


Comments are closed.