নিউজ ডেস্ক: চাটমোহর রেলস্টেশনে ঈদের ছুটি কাটাতে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের রেলপথে যাতায়াতকারী ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। এ ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন বেশিরভাগ যাত্রী। আর এই সুযোগে একশ্রেণীর লোক ‘মই ব্যবসা’ শুরু করেছেন। মই দিয়ে ছাদ থেকে নামতে জনপ্রতি তারা আদায় করছেন ১০ থেকে ২০ টাকা। প্রতিবছর ঈদের সময় একশ্রেণীর মৌসুমি মই ব্যবসায়ী তৎপর হয়ে ওঠেন। সরেজমিন চাটমোহর রেলস্টেশনে দেখা গেছে, স্টেশনে তিল ধারণের জায়গা নেই। ট্রেন স্টেশনে থামা মাত্রই একশ্রেণীর লোক ট্রেনের ছাদে মই লাগাচ্ছেন। জনপ্রতি নিচ্ছেন ১০ থেকে ২০ টাকা করে। প্ল্যাটফর্মের উল্টোদিকেও লাগানো হচ্ছে মই। জীবনের ঝুঁকি নিয়ে মই দিয়ে শিশু-কিশোর থেকে নারী-পুরুষ সবাইকে নামতে দেখা যায়। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
ট্রেনের ছাদে আসা আবদুল্লাহ আল আমিন, ফজলে করিম রনি ও ডিউক যুগান্তরকে বলেন, ‘ঝুঁকি তো আছেই, কিন্তু বাড়িতে তো আসতেই হবে। বছরে এক-দুইবার ঝুঁকি নিয়ে যাতায়াত না করলে পরিবারের সঙ্গে ঈদ করব কিভাবে?’এ ব্যাপারে চাটমোহর স্টেশন মাস্টার মহিউল ইসলাম যুগান্তরকে বলেন, ‘কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর ও টাঙ্গাইল স্টেশন থেকে বেশিরভাগ যাত্রী ট্রেনের ছাদে উঠছে। যাত্রীদের ভিড়ে কাজের চাপ বেড়ে যাওয়ায় বিষয়টি নজরে আসেনি। তবে এর সত্যতা পেলে মই ব্যবসায়ীদের বিরুদ্ধে রেল পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’
সুত্র:যুগান্তর, ১৫ জুন ২০১৮