শিরোনাম

ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ৮ আগস্ট

ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ৮ আগস্ট

নিউজ ডেস্ক: কোরবানির ঈদকে সামনে রেখে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ৮ আগস্ট থেকে। ওইদিন ১৭ আগস্টের ট্রেন যাত্রার টিকেট বিক্রির মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বৃহস্পতিবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আগাম টিকেট বিক্রির সূচি তুলে ধরেন।
মন্ত্রী বলেন, আগামী ২২ আগস্ট ঈদের সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের আগাম টিকেট বিক্রির এই সূচি ঠিক করা হয়েছে।
৮ থেকে ১২ অগাস্ট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টারে এই টিকেট পাওয়া যাবে।

যেদিন যে তারিখের টিকেট মিলবে

>> ৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকেট

>> ৯ আগস্ট বিক্রি হবে ১৮ আগস্টের টিকেট

>> ১০ আগস্ট বিক্রি হবে ১৯ আগস্টের টিকেট

>> ১১ আগস্ট বিক্রি হবে ২০ আগস্টের টিকেট

>> ১২ আগস্ট বিক্রি হবে ২১ আগস্টের টিকেট

অন্যদিকে আগামী ১৫ আগস্ট থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকা ফেরার আগাম টিকেট বিক্রি করা শুরু হবে। রাজশাহী, ‍খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট থেকে থেকেও বিশেষ ব্যবস্থাপনায় এই টিকেট বিক্রি হবে।

ফিরতি টিকেট বিক্রির সূচি

>> ১৫ আগস্ট বিক্রি হবে ২৪ আগস্টের টিকেট

>> ১৬ আগস্ট বিক্রি হবে ২৫ আগস্টের টিকেট

>> ১৭ আগস্ট বিক্রি হবে ২৬ আগস্টের টিকেট

>> ১৮ আগস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকেট

>> ১৯ আগস্ট বিক্রি হবে ২৮ আগস্টের টিকেট

মন্ত্রী জানান, এবার কোরবানির ঈদের আগে চার দিন নয় জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বিভিন্ন গন্তব্যে। ঈদের পর আরও ৭দিন এসব বিশেষ ট্রেন চলবে।
এছাড়া ১৮ অগাস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর রুটের কোনো ট্রেনে সাপ্তাহিক বন্ধ থাকবে না। আগামী ২১ ও ২২ অগাস্ট ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী এবং ২৩ অগাস্ট বন্ধন এক্সপ্রেস চলাচল করবে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রতিবারের মত এবারও একজন যাত্রীকে সর্বোচ্চ ৪টি টিকেটে দেওয়া যাবে। ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হবে এর মধ্যে ২টি কাউন্টার মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

সুত্র:বণিক বার্তা, জুলাই ২৬, ২০১৮


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.