শিরোনাম

ট্রেনের দুটি বগি লাইনচ্যুতের ১৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক


।। নিউজ ডেস্ক ।।
সিলেটের হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় প্রায় ১৩ ঘণ্টা ধরে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর কুলাউড়া ও আখাউড়া থেকে ট্রেনের বগি দুটি উদ্ধার করে উদ্ধারকারীরা। এরই মধ্যে শেষ হয়েছে লাইন মেরামতের কাজ।

বুধবার রাত আটটা ১০ মিনিটে উপজেলার রাউদ গাঁও এলাকায় পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারীরা তাদের অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল নয়টার দিকে রেল চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ‘আখাউড়া থেকে সিলেট সিলেটগামী তেলবাহী ট্রেন বাহুবল উপজেলার রাউদ গাঁও এলাকায় পৌঁছামাত্রই এক বিকট শব্দে ট্রেনটি থেমে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের ৫ ও ১৪ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে রেল লাইনের ১০০ স্লিপার ভেঙে যায়। বগি দুটি উদ্ধার করে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। দুই শতাধিক শ্রমিক স্লিপার ও লাইন মেরামতের কাজ করেছেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

সূত্রঃ ইত্তেফাক


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।