শিরোনাম

টিকেট কালেক্টর নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে


রাজস্ব খাতভুক্ত টিকিট কালেক্টর গ্রেড-২ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এ পদে ১৩৩ জনকে নিয়োগ দেয়া হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রে মুলকপি জমা দিতে হবে। বাংলাদেশ রেলওয়েতে যাঁরা কমপক্ষে ২০ বছর চাকরি করেছেন, তাঁদের সন্তানেরা পোষ্য কোটার সুবিধা পাবেন।

পদের নামঃ টিকিট কালেক্টর
পদ সংখ্যাঃ ১৩৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতাঃ উচ্চতা ৫’-৫“ হতে হবে
বেতন গ্রেড ও স্কেলঃ ৯৭০০-২৩,৪৯০ টাকা – গ্রেড ১৫। (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)

বয়সসীমাঃ প্রার্থীর বয়স ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ বয়স ৩২ বছর।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপিসহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত আবেদন ফরমসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষরসহ নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সনদের মূল কপি জমা দিতে হবে।

আবদেনের লিংকঃ http://br.teletalk.com.bd/

আবেদন ফিঃ পরীক্ষার ফি বাবদ মোট ২২৩ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে।

আবেদনের সময়সীমাঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ২০ মার্চ২০২৩ পর্যন্ত।

সূত্রঃ ulipur.com


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.