।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ রেলওয়েতে ‘খালাসী’ পদে মোট ১০৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করা হয়েছে। সংশোধনীতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম: খালাসী।
পদসংখ্যা: মোট ১০৮৬ জন।
সংশোধনী: বাংলাদেশ রেলওয়ে’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে—আবেদন দাখিলের শেষ তারিখ আগামী ২৬ জানুয়ারি, ২০২২ এর পরিবর্তে আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, ইতোমধ্যে যে সকল প্রার্থী অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা অনলাইনে আবেদন (http://br.teletalk.com.bd) করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি, ২০২২।
সূত্র : বাংলাদেশ রেলওয়ে