শিরোনাম

ভারতে ফের বন্ধ হচ্ছে টয় ট্রেন পরিষেবা


।। আন্তর্জাতিক ডেস্ক ।।
আগামী ২০ জুলাই থেকে ৩১ অগস্ট পর্যন্ত দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত ‘জয় রাইড’ বাতিলের খবর জানিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫২৫৯৪, ৫২৫৯৮ এবং ৫২৫৪৪ স্টিম ইঞ্জিন-সহ ৫২৫৯৭ ডিজেল ইঞ্জিনের টয় ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।

দার্জিলিং ঘুরতে এলেই বহু পর্যটক টয় ট্রেনে চেপে পাহাড়ের নৈসর্গিক দৃশ্য উপভোগ করেন। কিন্তু গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে ট্রেন চালানোই দুষ্কর হয়ে পড়েছে। উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই খারাপ আবহাওয়ার জন্য টয় ট্রেন পরিষেবা চালু রাখার ঝুঁকি নিচ্ছে না রেল। ট্রেন চালকদের অসুবিধার কথা ভেবে এবং দুর্ঘটনা এড়াতে আগেভাগে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিতে হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে।

বর্ষায় পাহাড়ে পর্যটকের সংখ্যা বরাবরই কম থাকে। তাই ট্রেনের চাহিদাও কম। এ কারণেই চারটি ‘জয় রাইড’ বাতিল করা হয়েছে। তবে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন চলবে।

এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। ফলে বেশ ঝুঁকি নিয়েই ট্রেন চালাতে হয়। এই সময় পর্যটক কম থাকায় চাহিদাও অনেকটাই কমে যায়। তাই আপাতত চারটি ‘জয় রাইড’ বাতিল করা হলো। পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র : আনন্দবাজার


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.