শিরোনাম

বিশ্বে প্রথম খাড়া রেললাইন তৈরি করল যে দেশ

বিশ্বে প্রথম খাড়া রেললাইন তৈরি করল যে দেশ

সুইজারল্যান্ডে স্টুসে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বিশ্বে প্রথম খাড়া রেললাইন। সুইজারল্যান্ডে আসতে চলেছে সুইস প্রযুক্তিতে তৈরি এই রেল লাইন৷ এই ট্রেনের যাত্রী হলে একদিকে যেমন প্রকৃতির অপরূপ শোভার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি৷ পাশাপাশি আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন৷ আর মনে মনে যদি সুপ্ত ইচ্ছে থাকে আপনার৷ তাহলে এই ট্রেনে চাপলে কিন্তু আপনার সেই আশা পূরণ হবে অনেকটাই৷ এমনটাই বলছেন সুইস ইঞ্জিনিয়াররা৷

সুইস প্রেসিডেন্ট ডরিস লিউথার্ড জানিয়েছেন, প্রায় ১৩০০মিটার লম্বা এই রেল লাইন তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫২.৬ বিলিয়ন ডলার৷ স্কিউজ সংস্থা এই রেল লাইনটি এবং ট্রেনগুলি তৈরির দায়িত্বে রয়েছে৷ সমুদ্রপৃষ্ঠ থেকে এই রেল লাইনটি প্রায় ৪৩০০ফুট উঁচুতে৷ পাঁচ বছর ধরে তৈরি করা হয়েছে এই বিশেষ রেললাইনটি৷ আগামী রবিবার থেকেই এটি জনসাধারণের উদ্দেশে খুলে দেওয়া হবে৷ ১৪বছর আগে এমন একটি পরিকল্পনা করা হয়েছিল৷ এই রেললাইন সুইসবাসীদের জন্য গর্বের বিষয়৷ এমনটাই বললেন রেলওয়ের মুখপাত্র ইভান স্টেইনার৷ ১০মিটার প্রতি সেকেন্ডে দৌঁড়বে এই ট্রেন৷

সূত্র: কলকাতা ২৪*৭


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.