শিরোনাম

বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেনটি প্রায় ২ কিলোমিটার লম্বা: এর ১০০টি বগিতে ৪ হাজার সিট

সুইজারল্যান্ডে বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন

।। আন্তর্জাতিক ।।
বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন হিসেবে বিশ্বরেকর্ড করল সুইজারল্যান্ডের একটি রেল কোম্পানি। সম্প্রতি ওই ট্রেনে চেপে বিখ্যাত আল্পস পর্বতের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করেন দেশিবিদেশি অসংখ্য পর্যটক। ট্রেনটির দৈর্ঘ্যের কারণে বিপুল সংখ্যক মানুষ ওই ট্রেনের যাত্রী হওয়ার সুযোগ পান। রেকর্ড ১০০ বগির ট্রেনটি যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে দেয় বলে জানা গিয়েছে।

১০০ বগির ওই ট্রেনটি সম্প্রতি আল্পসের দুর্গম পথে ২৫ কিলোমিটার যাত্রা করে। যাত্রাপথে ২২টি টানেল ও ৪৮টি ব্রিজ পেরোতে হয় ট্রেনটিকে। আল্পসের এই বিপজ্জনক এবং সুন্দর রেলপথটিকে ২০০৮ সালে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছিল ইউনেস্কো। এদিন সেখানেই ৬২৬৬ ফুট দীর্ঘ ট্রেনটি যাত্রা করে। ১.৯ কিলোমিটার বা ১.২ মাইল দীর্ঘ ট্রেনটি ২৫ কিলোমিটার যাত্রা করতে সময় নেয় এক ঘণ্টার কিছু বেশি সময়।

বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন তৈরি করেছে সুইজারল্যান্ডের রাইটিয়ান রেলওয়ে কোম্পনি। রেল কোম্পানির প্রতিনিধি রেনাতো ফ্যাসিয়াটি বলেন, ‘ট্রেনটি সুইজারল্যান্ডের প্রযুক্তিগত অর্জনকে ইঙ্গিত করে। পাশাপাশি সুইস রেলের ১৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিশ্বের সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেন চালানো হয়। একেই বলে সুইস পারফেকশন।’

রাইটিয়ান রেলওয়ে কোম্পনির দাবি, ১০০ কোচের নতুন ট্রেনটি পুরনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন। এই ট্রেনে রয়েছে সাড়ে ৪ হাজার সিট আর ৭ জন চালক।

উল্লেখ্য, সুইস রেল কোম্পানির বর্তমান ট্রেনটির তুলনায় লম্বা ট্রেন রয়েছে। ৩ কিলোমিটার লম্বা ট্রেনও আছে। তবে সেগুলি যাত্রীবাহী ট্রেন নয়। এটি বেলজিয়ামের একটি যাত্রীবাহী ট্রেনকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়েছে বলে জানা যায়।


Comments are closed.