শিরোনাম

ফের বিহারে রেল দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬০


।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মাত্র ৪ মাসের ব্যবধানে ফের ভারতের বিহারের বক্সারে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লাইনচ্যুত হয় ৬টি বগি।

রেল সূত্রে জানা যায়, ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে অসমের কামাখ্যার দিকে যাচ্ছিল। বুধবার (১১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, উল্টে যাওয়া বগিগুলোর মধ্যে একটি জেনারেল কোচ এবং বাকি গুলো এসি কোচ।

দানাপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জয়ন্তকুমার চৌধুরী জানান, দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে নয়াদিল্লি-হাওড়া প্রধান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজ এবং পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

বক্সার জেলা প্রশাসক অংশুল আগরওয়াল চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। লাইনচ্যুত বগিগুলোর মধ্যে কোনো যাত্রী আটকে পড়েছে কি না তার সন্ধান চলছে।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।