শিরোনাম

আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোগ পশ্চিম রেলের, রং পরিবর্তন মহিলা বগির

আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোগ পশ্চিম রেলের, রং পরিবর্তন মহিলা বগির

নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক মহিলা দিবসের সঙ্গে পরিবেশকেও তুলে ধরা হয়েছে পীতাভ সবুজ রং-এর মাধ্যমে। পশ্চিম রেলের ডিআরএম মুকুল জৈন জানিয়েছেন, সবুজ রং মানেই পরিবেশ। শহরের বেশিরভাগ দর্শনীয় স্থানেই এই রং-এর ব্যবহার রয়েছে।
পশ্চিম রেলের ডিআরএম মুকুল জৈন জানিয়েছেন, হোলির সপ্তাহন্তে দীর্ঘ ছুটিতে বগিগুলিকে রং করা হয়েছে। বগিগুলিকে হলুদ-সবুজ রং করা হয়েছে। যার মধ্যে মুম্বই শহরের দ্রষ্টব্য স্থান গেটওয়ে অফ ইন্ডিয়া, ওরলি সি লিঙ্ক এবং হাজি আলি দরগার ছবি দেওয়া হয়েছে।

বগিগুলিতে একইসঙ্গে মহিলাদের ছবি বড় করে দেওয়া হয়েছে। যা দেওয়ার অর্থ বগিটি মহিলাদের জন্য সংরক্ষিত। পশ্চিম রেলের এই কাজকে যাত্রীরা সাধুবাদ জানিয়েছেন। কেননা মহিলা যাত্রীরা সহজেই তাদের জন্য নির্ধারিত বগিটি সহজেই চিনতে পারবেন। মহিলা যাত্রীরা বলছেন, আগে তাঁরা জিজ্ঞাসা করতেন এসি লোকালে মহিলা বগি কোথায়। এখন তা সহজেই চিহ্নিত করা যাচ্ছে।

সুত্র:one india bangali.com, March 7 2018,


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.