শিরোনাম

রাতের বেলা রেললাইন মেরামত, ট্রেনের ধাক্কায় ৫ কর্মী নিহত


।। আন্তর্জাতিক ডেস্ক ।।
রাতের বেলা রেললাইন মেরামত করার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ইতালিতে রেলওয়ের পাঁচ কর্মী নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) মধ্যরাতে তুরিনের অদূরে ব্রানদিজ্জোতে এ ঘটনা ঘটে।

এজিআই এবং আনসা সংবাদ সংস্থা জানায়, তারা তুরনের উপকণ্ঠে ব্র্যান্ডিজোর কাছে ট্রেন লাইনের পার্টস পরিবর্তনের কাজ করার সময় ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলছিল।

সেখানে দুর্ঘটনার কবলে পড়া এ পাঁচ রেলকর্মীকে ট্রেনটি বেশ কয়েক মিটার টেনে নিয়ে যায় বলে জানা গেছে। সেখানের কাছাকাছি অবস্থানে কাজ করা তাদের দুই সহকর্মী পালাতে সক্ষম হয়েছে। এদের মধ্যে একজন ফোরম্যান রয়েছেন।

ব্র্যান্ডিজোর মেয়র পাওলো বোডোনি এজিআইকে জানিয়েছে, একজন জরুরিকর্মী তাকে ঘটনাস্থলের ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন। প্রায় তিন শ’ মিটার জুড়ে দেহাবশেষের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা জানান। তিনি বলেন, ‘এটি খুবই মর্মান্তিক ঘটনা।’

আনসা জানিয়েছেন, এ ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন ট্রেন চালক। তবে তিনি সুস্থ আছেন এবং তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।

ইতালির ট্রেন নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আরএফআই এক বিবৃতিতে পাঁচ কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া এ ঘটনায় এখন তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.